অতিরিক্ত পানাহার অন্তরতম সত্তার মৃত্যু ঘটায়
রমজানে সুস্থ থাকতে ও স্বাস্থ্য ঠিক রাখতে সেহরিতে পরিমিত খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেহরিতে প্রয়োজনের তুলনায় বেশি না খাওয়াই ভালো, বরং মাত্রাতিরিক্ত খেলে ক্ষতির আশঙ্কাই বেশি। সহজপাচ্য ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। সাথে “সেহরি” শরবত খেতে পারেন, এটি স্বাস্থ্যসম্মত খাবার। এতে পানির তৃষ্ণাও মেটে।